লালাখালঃ
লালাখাল সিলেট শহর থেকে প্রায় ৩৫ কি.মি দূরে অবস্থিত।
একটি পর্যটন কেন্দ্র। জৈন্তাপুর পুর উপজেলায় একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখাল এর অবস্থান। জৈন্তা পাহাড় থেকে নেমে আসা পাহাড় থেকে নেমে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ উপাদান মিশে থাকার কারণে লালাখাল এর পানি এমন নিলচে বর্ণের দেখায়। আর এই নীলচে কালার পানির কারণে পর্যটকদের আনাগোনা চলে দেখা যায়।
কিভাবে যাবেন লালাখালঃ
লালাখাল যেতে হলে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে যেতে হবে সিলেট শহরে। সিলেট শহর থেকে দক্ষিন সারি ঘাট,সারি ঘাট থেকে লালাখাল ঘুরবার জন্য বোট রিজার্ভ নিতে হবে। বোট ভাড়া ১৬৫০/- ফিক্সড, ২ ঘন্টার জন্য। আপনারা সিএনজি করে একটু ভিতরে গেলে ৫/৬ জনের জন্য বেট পাবেন। ৫০০-৬০০/- নিবে ১ ঘন্টার জন্য।
কখন যাবেনঃ
লালাখাল বছরের সব সময়ই যাওয়া যায়। তবে নীল পানি যেহেতু লালাখাল এর প্রধান আকর্ষণ, তাই শীত কালে যাওয়াই ভালো হবে।
অর্থাৎ সেপ্টেম্বর এর পর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত সময় যাওয়াটা ভালো হবে।
কোথায় থাকবেনঃ
সারি ঘাটের আশেপাশে কিছু রিসোর্ট আছে, আপনি চাইলে সেখানে থাকতে পারেন। আবার সিলেট শহরে এসে থাকতে পারেন।
মোঃ শওকত আলী
স্বপ্নবাজ বিডি ট্রাভেলস
(ফাউন্ডার এডমিন)
Nice information
ReplyDeleteলালাখাল জিরো পয়েন্ট থেকে কত দূর
ReplyDeleteদারুণ হইছে
ReplyDeleteআরও বিস্তারিত বিবরণ জানতে চাই
ReplyDeleteতথ্য বহুল আলোচনা
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteনাইস
ReplyDeleteসুন্দর হইছে
ReplyDeleteনাইস
ReplyDelete