Contain performance

Sunday, February 12, 2023

পহেলা ফাল্গুন বসন্তের আগমন।

আজ ফুল ফুটুক আর নাই বা ফুটুক তবুও আজ বসন্ত।



ঋতুর রাজা বসন্ত, বসন্তের আগমনী বার্তা দরজায় কড়া নরে পহেলা ফাল্গুনে। ফাল্গুনের প্রথম প্রহরে প্রকৃতি জানান দিয়ে যায় বসন্তের আগমন।  বসন্ত ঋতুতে প্রকৃতি সাজে তার আপন মহিমায়। প্রান ফিরে পায় শুষ্ক প্রকৃতি বসন্ত ঋতুতে। 

বসন্ত ঋতু হল বাংলা ছয় ঋতুর শেষ ঋতু। বাংলা মাসের ফাল্গুন ও চৈত্র মাস এই দুই মাস মিলে বসন্ত কাল হয়। দূর থেকে ভেসে আসা কোকিলের কুহু কুহু ডাক ই বলে দেয় ঋতুরাজ বসন্ত চলে এসেছে। বসন্ত আসলে প্রকৃতিতে বিশাল এক রদবদল আছে, প্রকৃতির মাঝে সর্বত্র পরিবর্তন দেখা যায়, গাছে গাছে নতুন কুড়ি,শাখায় শাখায় ফুল ফুটে। প্রকৃতির চারপাশে মৌ মৌ ফুলের সুভাষ শুধু বসন্ত ঋতুতেই সম্ভব। বসন্ত ঋতুতে কৃষ্ণচূড়ায় ডালে ডালে তার বাহারি সৌন্দর্য ছড়িয়ে প্রকৃতিকে সুভাবর্ধন, লাল টুকটুকে ফুলে ছটকা ছড়িয়ে বিমোহিত করে প্রকৃতি প্রেমীদের। দূর থেকে মনে হবে কৃষ্ণচুড়ার ডালে ডালে আগুন ঝড়ছে। শিমুল বাগানে ফুটে ওঠে শত শত শিমুল, ডালে ডালে পাখিদের বিচরন।



গাছে গাছে নতুন পাতা গজায়,কুড়ি মেলে নতুন করে। নতুন করে মুকুল ধরে। ফুল আর ফলের সৌরভ দিয়ে বুঝিয়ে দেয় বসন্তের আগমন। বসন্ত এলে আমের বনে গুটি গুটি আম ধরে। এই ঋতুতে চাপা,গন্ধরাজ, দোলনচাঁপা, হাসনেহেনা ফুল সৌরভ বিলিয়ে বসন্তকে করে তুলে সুন্দর সুসজ্জিত এক ঋতু। এই সময়ে বাজারে নতুন সবজি ওঠে, এই ঋতুতে কাঁঠাল গাছে মুচি আছে। বসন্ত ঋতু ফুল ও ফলের বেড়ে ওঠার পরবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

  বসন্ত এলে প্রকৃতির সাথে সাথে মানুষের হৃদয়ে ও পরিবর্তন ঘটে,বসন্তের উপস্থিতিতে সর্বত্র পরিবর্তন ঘটে।

বসন্তের আগমন ঘটে হালকা হালকা শীতে এবং শেষে গরম অনুভূতি দিয়ে বসন্ত ঋতু বিদায় নেয়। বসন্তের শেষ বৈশাখে শুরু হয় কাল বৈশাখী ঝড়ের দিন সেই সময়টা প্রকৃতিতে প্রচন্ড তাপদহ থাকে। আবহাওয়া শুষ্ক থাকে, প্রকৃতি জুড়ে জলশূন্যতা দেখা দেয়। প্রকৃতির এই পরিবর্তন পালা বদল দেখে বসন্ত ঋতু কে উপাধি দেওয়া হয়েছে ঋতুরাজ বলে। দক্ষিনা ঝির ঝির বাতাসে, নাতিশীতোষ্ণ আবহাওয়া নিয়ে উপস্থিত হয় বসন্তের। শীতের নির্জীব প্রকৃতি যেন জেগে ওঠে ।  শীতের পরে রুপ,রস,গন্ধ, সৌন্দর্যের ঢালি নিয়ে আসে ঋতুরাজ বসন্ত। কবির কাছে বসন্ত ঋতুরাজ, আর ভাবুকের কাছে বসন্ত হল যৌবনের ঋতু নামে আখ্যায়িত। 


বসন্তের আগমনে প্রকৃতি তার জরাজীর্ণ মুছে ফেলে, নিজেকে সাজিয়ে নেয় সদ্য যৌবন প্রাপ্ত কিশোরীর মতন। বসন্ত এসে যেন প্রকৃতিকে দান করেছে যৌবনের উন্মাদনা। জরাজীর্ণ মৃত্যু প্রায় ডালে ডালে উঁকি দেয়া নতুন কুড়ি। বসন্ত আছে পাখির কলকাকলি আর সবুজের অপার সমাহার নিয়ে। প্রকৃতি এই সময়ে নব রুপে সাজে। রংবেরঙের ফুলে ফুলে ভরে যায় গাছ গাছালি। 

তাইতো কবি বলেন___

"আহা আজি এ বসন্তে 

এত ফুল ফোটে,

এত বাঁশি বাজে 

এত পাখি গায়..."


3 comments:

  1. সুন্দর একটা ব্লগ

    ReplyDelete
  2. সুন্দর একটা আলোচনা

    ReplyDelete
  3. বসন্ত ঋতুর আগমনী বার্তা

    ReplyDelete

Featured Post

লালাখাল নৈসর্গিক সৌন্দর্যময় এক পর্যটন কেন্দ্র

  লালাখালঃ লালাখাল সিলেট শহর থেকে প্রায় ৩৫ কি.মি দূরে অবস্থিত।  একটি পর্যটন কেন্দ্র। জৈন্তাপুর পুর উপজেলায় একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভারত...

Popular Contain