Contain performance

Wednesday, February 22, 2023

মেঘলা পর্যটন কেন্দ্র, বান্দরবন

 বান্দরবন যতগুলো পর্যটন স্পষ্ট আছে, সেগুলোর মধ্যে মেঘলা পর্যটন কেন্দ্র অনেক বেশি সুন্দর সম্ভবত।



 বান্দরবন শহরের প্রবেশদ্বার - কেরানী হাট সড়কের পাশে মেঘলা পর্যটন কেন্দ্র অবস্থিত। মেঘলা পর্যটন কেন্দ্র বান্দরবন শহরে প্রবেশ করার ৫ কি.মি আগেই পেয়ে যাবেন। মেঘলা পর্যটন কেন্দ্র চিত্তবিনোদনের জন্য  অনেক কিছু রয়েছে। চিড়িয়াখানা, শিশুপার্ক, ক্যাবল কার,সাফারি পার্ক,প্যাডেল বোট,উন্মুক্ত মঞ্চ, চা বাগান, মেঘলা ঝুলন্ত ব্রিজ সহ প্রাকৃতিক সৌন্দর্যময় এক স্পষ্ট। এখানকার সবুজ প্রকৃতি, লেকের স্বচ্ছ পানি আর পাহাড়ের চূড়ায় উঠে  দেখতে পারবেন বান্দরবন শহরের নয়নাভিরাম অপরূপ সৌন্দর্য্যের খেলা। মেঘলা পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে বেশ কিছু উচু নিচু পাহাড় বেষ্টনী দ্বারা একটি লেককে ঘিরে। ঘন সবুজ গাছপালা আর স্বচ্ছ লেকের পানি প্রতিনিয়ত প্রকৃতি প্রেমীদের নিয়ে যায় মনোরম পরিবেশে।


প্রবেশ মুল্যঃ

মেঘলা পর্যটন কেন্দ্রে জনপ্রতি প্রবেশ ফি ৫০/- এবং গাড়ি পাকিংয়ের জন্য ২০০-৩০০ টাকার মতন লাগবে

কীভাবে যাবেনঃ

প্রথমে আপনাকে বান্দরবান শহরে যেতে হবে। ঢাকার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বান্দরবানের উদ্দেশ্যে কয়েকটি পরিবহন কোম্পানির গাড়ি ছেড়ে যায়।

চট্টগ্রাম থেকে বান্দরবান যেতে পারেন। বদ্দারহাট থেকে বান্দারবানের উদ্দেশে পূবালী ও পূর্বানী পরিবহনের বাস যায়। এরপর বান্দরবান বাস ষ্টেশন থেকে মেঘলা পর্যটন কমপ্লেক্স যেতে লোকাল বাসে জনপ্রতি ১৫-২০ টাকা এবং টেক্সি রিজার্ভ ১৫০-২০০ টাকা, এবং ল্যান্ড ক্রোজার, ল্যান্ড রোভার ও চাঁদের গাড়ী ৫০-৬০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে।

কোথায় থাকবেন

মেঘলা পর্যটন কেন্দ্রে রয়েছে জেলা প্রশাসনের একটি সুন্দর রেস্ট হাউজ রয়েছে। যেখানে অবকাশ ভোগ করা যায় ভালভাবে। এখানে রাত্রিযাপনের জন্য চারটি কক্ষ রয়েছে। কেউ রাত্রি যাপন করলে আগে থেকে যোগাযোগ করে বুকিং কনফার্ম করে নিবেন। 

বান্দরবানে অসংখ্য রিসোর্ট, হোটেল, মোটল এবং রেস্টহাউজ রয়েছে। যেখানে ৬০০ থেকে ৩ হাজার টাকায় রাত্রিযাপন করতে পারবেন।

কোথায় খাবেনঃ

মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরতে গেলে আশেপাশে তেমন ভাল মানের  কোন খাবার হোটেল নেই। তবে বান্দরবান শহরে বাস স্ট্যান্ডে গেলে খাবারের হোটেল পাবেন।  কিছু কম খরচে খেতে হলে হোটেল নীল দিগন্ত ও হোটেল গাউশিয়া আছে। ভালো মানের খাবারের জন্য যেতে হবে হোটেল হিল ভিউ ও কলাপাতা রেস্টুরেন্ট।



মোঃ শওকত আলী 

স্বপ্নবাজ বিডি ট্রাভেলস (ফাউন্ডার এডমিন) 

2 comments:

  1. মেঘলা অনেক সুন্দর জায়গা

    ReplyDelete
  2. মেঘলা অনেক সুন্দর জায়গা

    ReplyDelete

Featured Post

লালাখাল নৈসর্গিক সৌন্দর্যময় এক পর্যটন কেন্দ্র

  লালাখালঃ লালাখাল সিলেট শহর থেকে প্রায় ৩৫ কি.মি দূরে অবস্থিত।  একটি পর্যটন কেন্দ্র। জৈন্তাপুর পুর উপজেলায় একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভারত...

Popular Contain