কুমিরা ঘাটঃ
বন্দর নগরীতে যতগুলো পর্যটন স্থান রয়েছে তার মধ্যে অন্যতম সুন্দর স্থান হচ্ছে কুমিরা ঘাট।
সাগর পারে সময় কাটানোর জন্য দারুণ উপযোগী একটা স্থান হল কুমিরা ঘাট। পড়ন্ত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা এখানে প্রাকৃতিক মনোরম দৃশ্য অবলোকন করার মতন। কুমিরা ঘাট মুলত একটি পারাপারের ঘাট,এখানে রয়েছে বিশাল দৈর্ঘের একটা ব্রিজ। যা দেখতে মনে হয় সমুদ্রের মাঝখানে গিয়ে অপরপ্রান্ত শেষ হয়েছে। আপনি চাইলে যেকোন দিন কুমিরা ঘাট ঘুরে আসতে পারেন। সেখানকার দৃশ্যটা ভাটার সময় একরুপ,জোয়ারের সময় একরূপ ধারণ করে। তবে কুমিরা ঘাট সূর্যোদয়ের দৃশ্যটা দারুণ উপভোগ করার মতন। গোধূলি লগ্নে হিম শীতল বাতাস এসে আপনাকে ছুঁয়ে দিবে, মূহুর্তে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। এই অনুভূতিটুকু আপনাকে বার বার নিয়ে যাবে কুমিরা ঘাট। কুমিরা ঘাটের শেষ মাথায় আপনি ভাড়ায় বোট পাবেন, কিছু টাকা খরচ করলে সমুদ্রের বুকে বিচরণ করে দেখতে পারবেন। জোয়ারের সময় কুমিরা ঘাট ব্রিজে হাঁটলে মনে হবে সমুদ্রের উপর কোন ব্রিজে হেঁটে চলছেন। বিশেষ করে সন্ধ্যার আগ মূহুর্তে সেখানকার দৃশ্য আপনাকে বিমোহিত করে তুলবে। সন্ধ্যা নামার সাথে সাথে দেখতে পারবেন কুমিরা ঘাটের আরেক রুপ। শীপ ইয়ার্ডের সোডিয়াম লাইটের আলো গুলো আশেপাশের সৌন্দর্য বাড়িয়ে তুলবে বহুগুণে। এ এমনি এক ভ্রমণ যাত্রা নিজের স্বচক্ষে না দেখে কোন বর্ননা দিয়ে বুঝানো সম্ভব না। তাই সময় সুযোগ থাকলে ঘুরে আসতে পারেন কুমিরা ঘাট সহ সীতাকুণ্ডের আশেপাশে পর্যটন এলাকা গুলোতে।
কিভাবে যাবেনঃ
কুমিরা যেতে হলে চট্টগ্রাম থেকে কুমিরা ঘাটে নেমে ছোট কুমিরা ঘাটে যেতে হবে।চাইলে ছোট কুমিরা বাজার থেকে সিএনজি রিজার্ভ করে ঘাটে যেতে পারবেন। লোকাল বাসে করে গেলে ঘাটেঘর রাস্তার মাথায় নেমে, সেখান থেকে কুমিরা ঘাট অটো করে চলে যাবেন। ভাড়া ১০ টাকা জনপ্রতি নিতে পারে। ঢাকা থেকে সীতাকুণ্ডের বাসে ঘাটঘর বললেই ঘাটঘর ব্রিজের উপর নামিয়ে দিবে। ভাড়া ৫০০-৫৫০ টাকা হতে পারে, তবে ট্রান্সপোর্ট ভেদে কমবেশি হতে পারে।
আরও জানুন...
স্বপ্নবাজ বিডি ট্রাভেলস
মোঃ শওকত আলী (ফাউন্ডার এডমিন)
No comments:
Post a Comment