Contain performance

Sunday, March 5, 2023

ট্যুরিস্ট আর ট্রাভেলার এর পার্থক্য কি কি

 ব্যস্ত নগরীতে সবাই ব্যস্ত। সবাই নিজ নিজ গোলার্ধে ব্যস্ত। মাঝে মঝে সময় পেলেই বা সময় করে ছুটে চলে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে।



কখনো কখনো শত কাজ ফেলে নিজেকে একটু রিফ্রেশমেন্ট দিতে স্ব কিছু ফেলে যেতে হয় সুন্দর সুন্দর দর্শনীয় স্থানে। তবে আমাদের অনেকেরই জানা নেই আমরা টুরিস্ট নাকি ট্রাভেলার হিসাবে প্রকৃতির কাছে যাচ্ছি। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে ঘুরতে যাবো এতে টুরিস্ট নাকি ট্রাভেলার এতে এত কিছু জানতে হবে কেন। একটা হলেই হয় এগুলো জেনে কি হবে। আমার দরকার আনন্দ উপভোগ,রিফ্রেশমেন্ট এগুলো হলেই হয়। এমনটাই সবাই ভাবছেনতাই তো?

তাদের জন্য আমাদের স্বপ্নবাজ বিডি ট্রাভেলস এর আজকের পোস্ট। আপনি যখন কোথাও ভ্রমনে যাচ্ছেন,আপনার যদি জানা থকে আপনি ট্যুরিস্ট নাকি ট্রাভেলার তখন মনের ভিতরে অন্য রকম একটা ফিল কাজ করবে। সবচেয়ে বড় কথা আপনি যদি টুরিস্ট নাকি ট্রাভেলার বুঝে ভ্রমন করে থাকেন তবেআপনি ভ্রমণের অনেক ছোটখাটো পরিস্থিতি আগে থেকেই নিতে পারবেন। কারণ ট্যুরিস্ট আর ট্রাভেলার কখনো এক বিষয় না। যদিও ক্ষেত্রে দুইজনের উদ্দেশ্যই এক থাকে কিন্তু বৈশিষ্ট্য এক না। অধিকাংশ সময় ভ্রমণে গিয়ে বিপত্তি বাধে,মত বিরোধ তৈরি হয়। যার ফলে প্রকৃত ভ্রমণ অভিজ্ঞতা নিতে পারে না। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে দলগত ভাবে ট্রাভেল গ্রুপের সাথে অনেকেই ট্যুর করে। অনেকেই ট্যুর সমদ্ধে বিন্দুমাত্র ধারনা ও নেয় না। দেখা-দেখি ট্যুরে সিট কনফার্ম করে। অনেক সময় ট্রাভেল গ্রুপ গুলোও বুঝে বা না বুঝে টুরিস্ট আর ট্রাভেলার একসাথে করে ইভেন্ট রেডি করে। বিপত্তি বাঁধে ট্যুরে গিয়ে। অনেক সময় ট্যুর পরিবেশ টা নষ্ট করেদেয় নিজেদের অজান্তে। তাই সবার জানা দরকার টুরিস্ট নাকি ট্রাভেলার কি হিসেবে আপনি ভ্রমণে বের হলেন। এই বিষয়টা জানা থাকলে সমস্যা হবার কথা না। তাহলে জেনে নেওয়া যাক ট্যুরিস্ট আর ট্রাভেলার এর মাঝে পার্থক্য কোথায় কোথায়।

।।আমরা ভ্রমণে যাওয়ার পূর্বেই কোথায় থাকবে,কি করবো,কিভাবে থাকবে এসব বিষয়ে নানা উত্তেজনা তার ভিতরে কাজ করে। সেই সাথে খাওয়া-দাওয়ার বন্ধোবস্ত পর্যন্ত আগে থেকেই করে ফেলি। তবে ট্যুরিস্ট ও ট্রাভেলারের ভিতরে থাকা  খাওয়া নিয়ে কে কেমন পদক্ষেপ গ্রহণ করে তাদের তাদের ক্যাটাগরিকে আলাদা আলাদা করে দেখি।

১. ট্যুরিস্ট সব সময় ভালো জায়গাতে থাকা খাওয়া নিয়ে চিন্তা করেন। কোথাও বেড়াতে গেলে নামী-দামী আলিশান হোটেকগেস্ট হাউজে থাকতে চায়।

ট্রাভেলার যেখানেই রাত সেখানেই কাইত এমন চিন্তা ভাবনা করেই ভ্রমনে বের হয়থাকা  খাওয়া নিয়ে বেশি গুরুত্ব না দিয়ে ভ্রমণে বেড়িয়ে পড়ে।

২. ট্যুরিস্টরা কোথাও ভ্রমনে গেলে ব্যাগিং, প্যাকিং করে থাকেন আনেক বেশি। ট্যুরিস্টরা দুইদিনের জন্য ভ্রমণে গেলে লাগেজ নিয়ে বের হয়।

ট্রাভেলার সাধারণত কোথাও গেলে ছোট একটা ব্যাগে অতি প্রয়োজনীয় জিনিস নিয়ে বেড়িয়ে পরে।

৩. ট্যুরিস্টরা সাধারনত কোথাও যাওয়ার আগেই হোটেল বুকিং দেয় অথবা গিয়ে ভালো আরামদায়ক ভাবে থাকতে পছন্দ করেন।

ট্রাভেলাররা আগে-ভাগে হোটেল বুকিং দেয় না ভ্রমণে বেড়িয়ে পড়েনআরামদায়ক পরিবেশ তাদের কাম্য নয়। একটা ব্যবস্থা হলেই হয়।

৪. ট্যুরিস্টরা সাধারণত একা ভ্রমণে বিরক্ত বোধ করেন। যেখানেই ভ্রমণে যাক এরা সাথে ভ্রমণ সঙ্গী পছন্দ করেন।তবে উত্তম ভ্রমণ সঙ্গী ভ্রমণ আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুনে।

ট্রাভেলাররা বেশির ভাগ সময়ে একা একাই ঘুরতে বেশি পছন্দ করেন। তাদের সঙ্গী খুব কমই থাকেন। তবে বর্তমানে বাজেট ট্যুর দিতে অনেক ট্রাভেলার এক সাথে একটা ট্রাভেল গ্রুপের সাথে ভ্রমণ করে থাকে।

৫. ট্যুরিস্টরা ভ্রমণে গেলে ব্যাগে বাহারি সব খাবার নিয়ে যায়সৌখিনতার ভরপুর থাকে তাদের ব্যাগ। আপনি দেখলেই বুঝতে পারবেন তিনি একজন ট্যুরিস্ট। মনে প্রশ্ন জাগে কিভাবে বুজবেন। ট্যুরিস্টরা ঘুরতে গেলে সাথে বই,খাতা ,নোট বুকনা নিয়ে আইপ্যাড ও ল্যাপটপ নিয়ে নযায়। এগুলো ছাড়া তার চলেই না।

অন্যদিকে ট্রাভেলারের ব্যাগে এগুলোর পরিবর্তে থাকে নোট বুক, বই । যেখানে সে বিভিন্ন স্থানের তথ্য লিখে রাখতে পারে।

৬. ট্যুরিস্টরা বাজেট ট্যুর একদমই পছন্দ করেন না। তারা যেখানেই যাবে আনলিমিটেড খরচ করবে।ট্রাভেলারদের সব ট্যুরই বাজেট ট্যুর। ট্রাভেলাররা ট্যুরে বিলাসিতা খুঁজে না।

৭. ট্যুরিস্টরা ঘুরতে গেলে মোবাইল নেটওয়ার্ক নিয়ে বেশি চিন্তা করে। ফোনে সিগন্যাল বার বার চেক করে।ট্রাভেলাদের নেটওয়ার্ক নিয়ে তেমন মাথা ব্যাথা নেই। নিজ থেকেই সিগন্যাল এয়ারপ্লেইন মোডে রাখতে চায়। কারণ ট্রাভেলারদের গন্তব্যই থাকে দুর্গম জায়গাতে।

৮. টুরিস্টরা ভ্রমণে কস্ট কম ঝুকিহীন প্লেস গুলো বেছে নেয়। নিজের মতন ফ্রি মুডে সময় কাঁটাতে পারলেই হল।ট্রভেলাররা সব সময় নতুনত্ব খুঁজেপ্রকৃতির খুব কাছে চলে যেতে চায়। দুর্গম সব জায়গাতে যেতে চায় ট্রাভেলাররা।

৯. ট্যুরিস্টরা ভ্রমণে গেলে সব সময় টাইম মেনে খাবার খেতে অস্থির থাকেট্যুরিস্টরা খাবারের দিকে বেশি সময় ও মনোযোগ দিয়ে থাকে।

ট্রাভেলাররা খাবারের বিষয়ে এত সিরিয়াস থাকে নাপেটের ক্ষুদা দূর করতে যতটুকু দরকার তা হলেই হল। নির্দিস্ট কোন মেনু দরকার হয়না।

১০. ট্যুরিস্টরা বেশির ভাগই স্টাইল করে ছবি নিয়ে ট্যুর সমাপ্ত করতে পারলেই হয়। ট্যুরিস্টদের ভ্রমণ অভিজ্ঞতা তেমন দরকার হয় না। তাদের তোলা ছবিতে নিজেদের ছবিই সব থাকে,প্রকৃতির ছবি তেমন একটা থাকে না। ট্যুরিস্টরা কি আভিজ্ঞতা অর্জন হল সে নিজেও বলতে পারবেনা। একজন ট্যুরিস্ট কোথাও গেলে অন্যদের কাছে পরামর্শ নিয়ে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ট্রাভেলারদের ভ্রমনের মূল কথা হল অভিজ্ঞতা অর্জন করা। নিজেই অভিজ্ঞতা আবিষ্কার ক্রেন।ট্রাভেলার কারো কাছে কিছু শুনে ভ্রমণ বের হয়না।  নিজে অভিজ্ঞতা অর্জন করে তারপর নিজেই পরে ট্যুরিস্টদের অভিজ্ঞতা শেয়ার করে। ট্রাভেলারদের ছবিতে নিজেদের ছবি কম থাকে, পোশাকের সৌন্দর্য কম থাকেপ্রকৃতির ছবি বেশি থাকে।


ট্রাভেলার দের মন মানসিকতা থাকে উদার,তারা সহজেই অন্য ট্রাভেলারদের আপন করে নিতে যানে। প্রকৃত ট্রাভেলাররা অধিকাংশই খাই খাই স্বভাবের হয় না,তারা প্রকৃতি প্রেমী তাই প্রকৃতির খুব কাছে চলে যায়। উপভোগ করে সৌন্দর্য, অভিজ্ঞতা কে করে প্রখর। যারা শখের বশে হঠাৎ ঘুরতে যায় তারা আসলে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক গড়তে পারে না। তারা ভ্রমণ কে একটা নতুন জায়গায় যাওয়া পর্যন্ত বুঝে। বাজেট ট্যুরে সবটাই নিজে খাওয়া আর বিলাসিতা করার হিসাব করে। তাই যখনই ট্যুরে যাবেন আপনি ট্যুরিস্ট না ট্রাভেলার বুঝে। ইভেন্ট এ অংশগ্রহণ করুন। 

আশা করি এই পোস্টটি পড়ে বুঝতে পারবেন ট্যুরিস্ট আর ট্রাভেলার এর পার্থক্য কিআপনি কি ট্যুরিস্ট হিসেবে ভ্রমণ করছেন নাকি ট্রাভেলার হিসাবে ট্যুরে যাচ্ছেন আপনি নিজেই বুঝতে পারবেন। সেই অনুযায়ি আপনি আপনার ট্যুর সিলেক্ট করে ট্যুরে গেলে আশা করি সমস্যা হবার কথা না। আপনি ট্রাভেলারদে সাথে বাজেট ট্যুরে কনফার্ম করে ট্যুরিস্টের মতন সুবিধা নিতে চাইবেন না। তাই একা হোক বা গ্রুপের সাথে হোক যেখানেই ভ্রমণ করবেন ট্যুরিস্ট আর ট্রাভেলার এই বিষয়টি মাথায় রেখে আপনি আপনার ট্যুর প্রস্তুত্তি নিতে পারেন। আবার ও বলছি ট্যুরিস্ট আর ট্রাভেলার কখনো এক কথা হতে পারে না।



মো: শওকত আলী 

স্বপ্নবাজ বিডি ট্রাভেলস (ফাউন্ডার এডমিন)

4 comments:

  1. তথ্য বহুল আলোচনা

    ReplyDelete
  2. গুরুত্বপূর্ণ আলোচনা

    ReplyDelete
  3. তথ্য বহুল আলোচনা

    ReplyDelete
  4. তথ্য বহুল আলোচনা

    ReplyDelete

Featured Post

লালাখাল নৈসর্গিক সৌন্দর্যময় এক পর্যটন কেন্দ্র

  লালাখালঃ লালাখাল সিলেট শহর থেকে প্রায় ৩৫ কি.মি দূরে অবস্থিত।  একটি পর্যটন কেন্দ্র। জৈন্তাপুর পুর উপজেলায় একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভারত...

Popular Contain