সীতাকুণ্ডে ট্যুরে যাবেন কোথায় কোথায় ঘুরবেন চিন্তা করে পাচ্ছেন না তাহলে এক পলকে দেখে নিন কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়।
মহামায়া লেক
গুলিয়াখালী বিচ
বাঁশ বাড়িয়া সি বিচ
কমলদহ ঝর্ণা
সীতাকুণ্ড ইকোপার্ক
বান্দরবন ঘুরতে যাবেন কোন কোন স্পষ্ট এ যাওয়া যায় ভেবে পাচ্ছেন না। তাহলে এক পলকে মিলিয়ে নিন আপনার ইভেন্ট কোথায় কোথায় দেওয়া যেতে পারে।
বাকলাই জলপ্রপাত
বগালেক
চিম্বুক পাহাড়
ডিম পাহাড়
ডাবলহ্যান্ড ভিউ পয়েন্ট
টাইটানিক ভিউ পয়েন্ট
শৈল প্রপাত
মেঘলা পর্যটন কেন্দ্র
আমিয়াখুম
নাফাখুম জলপ্রপাত
সাতভাই খুম
বেলাখুম
রেমাক্রি ফলস
থানচি
তিন্দু
কেওক্রাডং
মারায়নতং
জাদিপাই জলপ্রপাত
চিড়িং ঝিরি জলপ্রপাত
রিজুক জলপ্রপাত
পাতাং জারি জলপ্রপাত
ফাইপি জলপ্রপাত
প্রান্তিক লেক
তাজিনডং পাহাড়
তিনাপ সাইতার/পাইন্দু সাইতার
ডাবল ফলস/ক্লিবুং ঝর্ণা
মিলনছড়ি
আন্ধারমানিক
রুপ মুহুড়ি ঝর্ণা
আলির গুহা
মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স
নীল দিগন্ত
জাদি পাড়ার রাজবিহার
উজানি পাড়ার বিহার
কিয়াচলং হ্রদ
সাঙ্গু নদী
মুনলাই পাড়া, রুমা
নাইক্ষংংছড়ি লেক
কংলাক পাহাড়
সহ আরও রুপ বৈচিত্র্যময় প্রকৃতি নিয়ে সজ্জিত বান্দরবন পাহাড়ি এই জনপদ গুলো। চারিপাশে সবুজের সমারোহ দিয়ে হাতছানি দিয়ে ডাকছে প্রকৃতির সব সৌন্দর্য নিয়ে....
খাগড়াছড়ি জেলার অন্তর্গত পর্যটন কেন্দ্র সমূহ
পাহাড়, নদী, ছড়া,ঝর্ণা, পাহাড় ও সমতল ভূমি মিলে অপরুপ সৌন্দর্যময় এক ভূখণ্ড খাগড়াছড়ি।
সাজেক ভ্যালি
আলুটিলাগুহা
হাতিমাথা
হর্টিক্যালচার হ্যারিটেজ পার্ক
দেবতা পুকুর
মায়াবীনি লেক
রিছাং ঝর্ণা
শান্তি পুর অরণ্য কুঠির
বিডিআর সৃতিসৌধ
রাঙামাটি পর্যটন স্থান গুলো ঘুরে আসুন, নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করুণ
কাপ্তই হ্রদ
রাজবন বিহার
ঝুলন্ত ব্রিজ
শুভ লং ঝর্ণা
নৌবাহিনীর পিকনিক স্পট
সাজেক ভ্যালি
কাপ্তাই বাঁধ
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র
কাপ্তাই জাতীয় উদ্যান
উপজাতীয় জাদুঘর
টুকটুক ইকো ভিলেজ
চিৎমরম বৌদ্ধ বিহার
বনশ্রী পর্যটন কেন্দ্র
ডেলুছড়ি বেতবন বিহার
হাজারছড়া ঝর্ণা
হ্যাপি আইল্যান্ড
পলওয়েল পার্ক
কমলক ঝর্ণা
মুপ্পোছড়া ঝর্ণা
এছাড়া পাহাড় বেষ্টনী দ্বারা আবদ্ধ পার্বত্য জেলা রাঙামাটি। এই অঞ্চলে আদিবাসী গোষ্ঠী চাকমা,মারমা,এিপুরা,মুরং বোম,খুমি,খেয়াং,চাংক,লুসাই,সুজে সাঁওতাল, রাখাইন দের জীবনযাত্রার বৈচিত্র্যময় সব প্রথা দেখতে পারবেন।
বিস্তারিত জানতে স্বপ্নবাজ ভ্রমণ গাইড দেখুন।
মোঃ শওকত আলী
স্বপ্নবাজ বিডি ট্রাভেলস (ফাউন্ডার এডমিন)
তথ্য বহুল পোস্ট
ReplyDeleteসুন্দর তথ্য
ReplyDeleteচমৎকার
ReplyDeleteসীতাকুণ্ড ভ্রমণ আছে নাকি
ReplyDelete